ইউটিউবে ঝড় তুলেছে তিশার এই ভিডিও! (ভিডিওতে দেখুন)
পহেলা ডিসেম্বর মুক্তি পাচ্ছে নির্মাতা তৌকীর আহমেদ এর পরিচালনায় তারই নতুন সিনেমা ‘হালদা’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।
সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় সিনেমাটির প্রথম গান। এর মধ্যে গানটি দেখা হয়েছে ১ লক্ষ ১০ হাজারের বেশিবার।
‘নোনা জল’ শিরোনামের গানটি যৌথভাবে রচনা করেছেন পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদ। নিজের সুর-সংগীতে পিন্টু কণ্ঠও দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গে।
ছবিতে আরও আছেন জাহিদ হাসান। তাকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ তরুণীর চরিত্রে। এছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। প্রযোজনায় আমরা ক’জন। সংগীত পরিচালনায় পিন্টু ঘোষ।
https://youtu.be/UP8sfyQJLWs