178840

আদরের সন্তানের এমন অবস্থার পরও মায়ের হাসি!

শিশু ইলিসের অপ্রত্যাশিত হাসি পুরো ঘরকে আলোকিত করছে, অথচ কয়েক ঘণ্টা আগেও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। ইলিস নির্ধারিত সময়ের পাঁচ সপ্তাহ আগে জন্মগ্রহণ করে। জন্মের পরে শরীর চেকআপ করলে তার হার্টে রোগের লক্ষণ পাওয়া যায়। তাই জন্মের কয়েকদিন পর থেকেই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত ইলিসকে লড়তে হয়। অবশেষে এ লড়াইয়ে জয়ী ইলিস। তাইতো মা ও ছেলের এমন হাসি, যা একটি বড় জয়ের বহিঃপ্রকাশ।

ইলিসের মা স্টেফানি বলেন, আমি জানতাম যে আমার পরিবারে নতুন একজন সদস্য যোগ হচ্ছে। আমি একটি ছোট শিশুর জন্য অপেক্ষা করছিলাম। তখন যে কয়বার বেবিস্কান করি, তাতে দেয়া যায় আমার অনাগত সন্তান স্বাভাবিক রয়েছে।

যাহোক, আমার সন্তান নির্দিষ্ট সময়ের পাঁচ সপ্তাহ আগে জন্মগ্রহণ করে। তখন এক্স-রেতে ইলিসের ফুসফুসে তরল পদার্থ লক্ষ্য করা যায়।

একজন কার্ডিয়াক বিশেষজ্ঞ ইলিসের বাবা-মাকে জানান, ইলিসের হার্টে অস্ত্রোপচার করা প্রয়োজন।

ইলিসের ডায়াগনোসিসের কথা বলতে গিয়ে স্টেফানি জানান, একটি প্রিয় সন্তান লাভের পর আমরা এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এদিকে তার হার্টে অস্ত্রোপচার করা ছাড়াও আমাদের কোন উপায় ছিল না।

এদিকে নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করার কারণে ইলিসের শরীর এত ছোট ছিল যে তার শরীরে অস্ত্রোপচার করা প্রায় অসম্ভব ছিল।

স্টিফানি আরো জানান, হার্টে অস্ত্রোপচারের পর ইলিস এখন অনেক সুস্থ, কিন্তু এখনও তাকে নিয়মিত চেকআপ করতে হয়।

ad

পাঠকের মতামত