178858

ফাঁস হল ঐশ্বরিয়ার সৌন্দর্যের রহস্য!


ঐশ্বরিয়া রাই বচ্চন বিশ্বসুন্দরীদের অন্যতম। তাঁর সৌন্দর্য নিয়ে বহু চর্চা হয়েছে নানা মহলে।

কিন্তু, কখনওই সৌন্দর্যের সিক্রেট খোলসা করেননি। এ বার সম্ভবত সেই রহস্য প্রকাশ্যে এল।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, কেরল থেকে বিশেষ আয়ুর্বেদিক তেল আসে ঐশ্বরিয়ার জন্য। সঙ্গে আরও নানা প্রসাধন সামগ্রী। অন্তঃসত্ত্বা থাকাকালীনই তিনি ওই তেল ব্যবহার করতেন। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যই ওই আয়ুর্বেদ প্রসাধনী ব্যবহার করেন নায়িকা।

ঐশ্বরিয়ার আগামী ছবি ‘ফ্যানি খান’। চরিত্রের প্রয়োজনে সেখানে বেশ কিছুটা ওজন কমাতে হবে তাঁকে। ফলে ভরসা সেই আয়ুর্বেদিক তেল।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বডি টোনিংয়ের জন্য যেমন তেল ব্যবহার করেন ঐশ্বরিয়া, তেমনই কড়া ডায়েট মেনে চলেন। যোগাভ্যাসও রয়েছে তাঁর দৈনন্দিন রুটিনে।
তবে সৌন্দর্যের সিক্রেট নিয়ে ঐশ্বরিয়া নিজে এখনও পর্যন্ত মুখ খোলেননি। আয়ুর্বেদিক প্রসাধনী ছাড়াও অন্য কিছুতে ভরসা রয়েছে কি না, জানা যায়নি তাও।

ad

পাঠকের মতামত