178725

ফেলে দিবেননা, স্টোকসের মতোও ফিরে আসতে পারে সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৮ রান। কিন্তু শেষ পাঁচ ওভারেই ৯০ রান তুলে নেয় প্রোটিয়ারা। সাইফুদ্দিনের চতুর্থ আর ইনিংসের ১৯তম ওভারে ৩১ রান নেন মিলার। টানা পাঁচটি ছক্কা মেরে ষষ্ঠ ছক্কার বলে এক রান নিতে পারেন তিনি। আর তাতেই চারদিকে যেন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ।

একথা সত্যি যে, দক্ষিণ আফ্রিকা সিরিজে কারো পারফর্মেন্স তেমন ভাল হয়নি। তবে ভবিষ্যতে যে ভাল করবেন না তা কিন্তু নয়। বেন স্টোকসের কথাই ধরা যাক। গেল ওয়ার্ল্ড টি-২০ এর ফাইনালে শেষ ওভারে যখন ১৯ রান লাগে তখন প্রথম ৪ বলে ৪টা ছয় খেয়ে ইংল্যান্ড ম্যাচ হারে এই স্টোকস এর ওভারেই। এখন সে বিশ্ব ক্রিকেটের অন্যতম ফাস্ট বোলিং অল রাউন্ডার।

তাই সাইফুদ্দিনও ফেলে দেয়ার মতো ক্রিকেটার নয়। কে জানে হয়তো সাইফুদ্দিনও স্টোকসের অনুরূপ হতে পারে। তাইতো ম্যাচ শেষে সাইফউদ্দিনকে ডেভিড মিলার বলেছিলেন, ‘সহজভাবে নাও’।

ad

পাঠকের মতামত