178685

যে দেশে গাঁজা চাষের জন্য আবেদন জমা পড়েছে বহু কোম্পানির

বিভিন্ন দেশে গাঁজাকে মাদক হিসাবে ধরা হলেও ইউরোপের উন্নত দেশগুলোতে গাজাঁচাষ এবং ঔষধ হিসাবে গাঁজা সেবন বৈধ বলে ঘোষিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ডেনমার্কে আগামী বছর থেকে ওষুধ হিসেবে গাঁজার ব্যবহার বৈধ হচ্ছে। আর একারণেই ডেনমার্কে গাঁজা চাষের অনুমতি পাবার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন কোম্পানি।

চার বছর ধরে পরীক্ষা চালানোর পর ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ডেনমার্কে গাঁজা বৈধ হচ্ছে – যাতে রোগীরা প্রেসক্রিপশনের মাধ্যমে গাঁজা কিনতে পারেন। ইতোমধ্যে ১৩ টি কোম্পানি গাঁজা চাষ করার অনমতি চেয়ে আবেদন করেছে।
ডানস্ক গার্টেনরি নামের এক কোম্পানির কর্মকর্তা ইয়োর্গেন কে এন্ডারসন বলেছেন, এ ব্যাপারে নিয়মকানুন খুবই জটিল।

গাঁজা দিয়ে একজন রোগীর চিকিৎসা নিতে খরচ হবে ৯৩৫ মার্কিন ডলার। ডেনমার্কে উৎপাদিত গাঁজা অন্য দেশে রপ্তানি করে এই খরচ কমিয়ে আনা যেতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ad

পাঠকের মতামত