178533

যে মহিলা একাধিক বিয়ে করেছে, জান্নাতে তার স্বামী কে হবে?

একজন জানতে চেয়েছেন, আমরা দেখতে পাই যে, বিভিন্ন সাহাবায়ে একরাম (রা.) এর মৃত্যুর পর অন্যান্য সাহাবীগণ তাদের স্ত্রীদের বিয়ে করেছেন এবং খোদ আমাদের প্রিয় নবী (সা.) ও আবু তালহা (রা.) এর বিবি আম্মাজান উম্মে সালমা (রা.) কে বিয়ে করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কাল হাশরের ময়দানে আম্মাজান উম্মে সালমা কার হুর হিসেবে জান্নাতে যাবেন? আর যদি উত্তর নবিজী হয়ে থাকে তবে হযরত আবু তালহা কাকে পাবেন?

এই প্রশ্ন অন্যান্য সকলের ক্ষেত্রেও। যে স্বামী মারা গেলে যদি স্ত্রীর অন্য কারোও সাথে বিয়ে হয় তাহলে বেহেশতে উক্ত স্ত্রী কার হবে? আর যদি ২য় স্বামীর হয় তাহলে প্রথম স্বামী কাকে পাবেন বেহেশতে স্ত্রী হিসেবে?

উত্তর : যে মহিলার একাধিক বিয়ে হয়েছে, জান্নাতে তার স্বামী কে হবে? এ বিষয়ে মতভেদ আছে। দু’টি বক্তব্য পাওয়া যায়। যথা,

১. দুনিয়ার সর্বশেষ স্বামী হবে আখেরাতের স্বামী। ২. স্ত্রী স্বাধীনতা দেয়া হবে। দুই বা একাধিক স্বামীর মধ্য থেকে যাকে ইচ্ছে গ্রহণ করতে পারে। আর জান্নাতে যাদের স্ত্রী বা স্বামী থাকবে না, তাদের স্বামীহীন কারো সাথে বিয়ে করার অধিকার দেয়া হবে। অথবা জান্নাতি হুরের মধ্য থেকে কারো সাথে বিয়ে করার এখতিয়ার থাকবে। সূত্র : আহলে হক মিডিয়া সার্ভিস

ad

পাঠকের মতামত