178527

এত সাপ এখানে কী করে এলো ? জানলে আঁতকে উঠবেন


বিশ্বের সব জায়গায় কিছুনা কিছু সাপ রয়েছে। সাপ থাকাটি স্বাভাবিক । সাপকে দেখে আমরা ভয় পাই বটে কিন্তু এই সব সাপও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে ভূমিকা রাখে। যাইহোক আজকে জুমবাংলার পাঠকদের জন্য এমন একটি স্থানের কথা তুলে ধরবো যেখানে কোন মানুষ থাকেনা শুধু সাপ থাকে। এখানে ভয়ঙ্কর সাপ রয়েছে। সেই স্থানের নাম ব্রাজিলের দি কোয়াইমাদা গ্রান্দে।

পর্তুগীজ এই শব্দের অর্থ ভূমি পরিষ্কার করে এমন আগুনের দ্বীপ। এক সময় এখানে কলা চাষের পরিকল্পনা হয়। । কিন্তু মাঝ পথে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কলার দ্বীপ পরিণত হয় সাপের দ্বীপে। ।

এই ব্রাজিলীয় দ্বীপের সঙ্গে সাপের সম্পর্কটা অনেক পুরনো। ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠ উঁচু হতে থাকায় অনেক দিন ধরেই এই দ্বীপে আটকে পড়ে বহু বিষধর সাপ। । পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বিষধর সাপ থাকে এই দ্বীপে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে একটি করে বিষধর সাপ পাওয়া যায়।

এই সাপ একবার কামড়ালে আর রক্ষে নেই। তাই সাবধান এই দ্বীপ ভ্রমণ করার চিন্তায় মাথাই মোটই আনবেন না। যদি এই দ্বীপ ভ্রমণ করার চিন্তা করেন তাহলে মরবেন। বিষধর সাপের কামড়ে মুহূর্তেই মারা পড়বেন।

ad

পাঠকের মতামত