আগামী দুই বছরে বাংলাদেশ সিরিজের সূচি
এবছরের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শেষ হচ্ছে বাংলাদেশের। বিপিএল দিয়ে বছরটা ঢাকবে টাইগাররা।
বিদায় রাগিনীর সুর দক্ষিণ আফ্রিকা সিরিজে। ফলাফলটা হতাশাজনক বলতে গেলে। জয়ের খোঁজে গোটা দল। কিন্তু শুধু হার হার হার?
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটা টি-টোয়েন্টি গেলো, এখনো জয়ের ছিটেফোটাও নেই। শুধুই এই আফসোস আর ঐ আফসোস। এখানে হয়নি ঠিকমতো। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং সবজায়গাতেই সমস্যা এঁটে যেনো আছেই।
যাই হোক, দক্ষিণ আফ্রিকা থেকে দ্রুতই ফিরেই আবারো কোনো ফুরসত নেই। টানা ক্রিকেটের মধ্যে থাকতে হবে জাতীয় দলের সব ক্রিকেটারকেই।
বিপিএল শুরু ৪ নভেম্বর থেকে। শেষ হবে ১২ ডিসেম্বর।
সিলেট থেকে শুরু প্রথম পর্ব। তারপর ঢাকায়। সেখান থেকে বারো আউলিয়ার চট্টগ্রাম পর্ব। শেষের মঞ্চায়নটা ঢাকায়।
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্তসূচি যথাক্রমে
২০১৮ জানুয়ারি : শ্রীলংকার সঙ্গে হোম সিরিজ। এফটিপি বলছে লংকান সিংহদের সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে দুটি টেস্ট আর ১টি টি-টোয়েন্টি।
মাস না গড়াতেই ফেব্রুয়ারিতে ট্রাইনেশন সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের।
মার্চেই বাংলাদেশ উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে। ২টি টেস্ট, তিনটি ওয়ানডে আর ১টি টি-টোয়েন্টি ক্যারিবিয়ানদের সঙ্গে।
এপ্রিল-মে মাস জুড়ে ব্যস্ততা নেই। ক্রিকেট নাই। যদিও বিসিবি চায় কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করার সুযোগ তো রয়েছেই। অতীতেও তাই হয়েছে।
জুন মাসে এশিয়া কাপ আসর। এশিয়ার সেরা হওয়াটাই লক্ষ্য হবে হয়তো টাইগারদের।
জুলাই-আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর এই চার মাস আবারো ক্রিকেট নির্বাসনে বাংলার টাইগাররা। এফটিপিতে কোনো খেলাই দেখাচ্ছেনা।
নভেম্বরে ফিরতে ট্যুরে বাংলাদেশের আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে দেড়মাসের সফরে ক্যারিবিয়ানরা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর ১টি টি-টোয়েন্টি খেলবে।
২০১৯ সালের সূচি
জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে হোম সিরিজ (৩টি টেস্ট, ৩টি ওডিআই)
ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজ : ৩ টেস্ট, ৩ ওডিআই
এপ্রিল-মে সিরিজ নেই।
জুনে ইংল্যান্ডে আইসিসি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।