178407

এবার বাজারে এলো ৩ চাকার মোটরবাইক

ইয়ামাহা এবার বাজারে নিয়ে এলো তিন চাকার মোটরসাইকেলের। তিন চাকার এই মোটর বাইকের নাম দেয়া হয়েছে ‘নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই। ‘কেন’ মানে হলো তরবারি।

আদতে ‘নিকেন’একটি স্পোর্টস ঘরানার বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’।

এই শোতে তিন চাকার এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা। বাইকটি তৈরিতে ইয়ামাহা লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি ব্যবহার করেছে।

ইয়ামাহা দাবি করছে তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ। ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া।

এটি শিগগিরই ইতালির মিলানে ইআইসিএমএ শোতে প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত