আফা এক গ্লাস পানি খাওয়াইবেন, বলেই…..
সকাল ১১ টা ২০ মিনিট। দরজায় বেল বাজলো। দরজা খুলতেই এক মাঝারি বয়সের মহিলা প্রবল আকুতি কণ্ঠে বলে উঠলেন, আফা এক গ্লাস পানি খাওয়াইবেন। মহিলার সাথে ৫/৬ বছরের ছোট বাচ্চা। আপনিও মানবতার খাতিরে পানি খাওয়ালেন আর এরপরই ঘটলো বিপত্তি। পানি পানের নাম করে খোশ গল্পে মেতে ওঠেন এরপর আগে থেকেই প্রশিক্ষণ দেয়া ছোট বাচ্চাটি খেলার ছল ধরে ঢুকে যায় ঘরে। এরপর ওই ছোট বাচ্চাই হাতিয়ে নেয় আপনার মোবাইলসহ মূল্যবান সামগ্রী।
রাজধানীর শনির আখড়ায় ঘটেছে এমন ঘটনা। ভুক্তভুগি আসমা বেগম ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সকালে বাসার দরজা খুলতে এক মহিলা ছোট বাচ্চা নিয়ে বলেন আপনাদের বাসার তিন তলায় আসছিলাম তারা বাসায় নাই, আফা এক গ্লাস পানি খাওয়াইবেন। এরপর আমি মহিলাকে ভিতরে নিয়ে বসাই এরপর পানি দেই। তারপর মহিলাটি আমাকে নানান প্রশ্ন করে, এক পর্যায় আমরা খোশ গল্পে মেতে উঠি। এরই মাঝে মহিলার সাথে থাকা বাচ্চাটি খেলার ছলে এরুম থেকে ওরুম ছোটাছুটি করছিলো। কোন ফাঁকে যে সেই বাচ্চাটি আমার দুইটি ফোন চুরি করে নিলো বুজতেই পারি নেই। আর বুঝবোইবা কি করে ওরা খুব ভালোভাবে প্রশিক্ষিত। যারা সুযোগ বুঝে আপনার সর্বস্য লুটে নেবে।’