178250

জাতীয় দলের যে ৩ ক্রিকেটার আজীবন নিষিদ্ধ হতে পারেন

স্পোর্টস ডেস্ক: পর পর দুই ক্রিকেট ফরম্যাটে লজ্জাজনক পরাজয় ঘটেছে বাংলাদেশের, তাও আবার হোয়াইট ওয়াশ । প্রথমটি টেস্টে এবং পরে ওয়ানডেতে।

কে বলবে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে এই বাংলাদেশ। দলের এমন বাজে পারফরম্যান্সে শুধু জাতীয় ক্রিকেট দলই হতাশ নয়, মর্মাহত গোটা দেশও। কালো মেঘে ছেয়ে আছে বাংলাদেশের ক্রিকেট আকাশ।

দলের শোচনীয় অবস্থায় তখন নাসির হোসেন, শফিউল ইসলাম সুহাশ ও তাসকিন আহমেদের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠে তারা নাকি ক্যাসিনোতে গিয়েছিল।

রবিবার ইস্ট লন্ডনে শেষ ওয়ানডে ম্যাচে ২০০ রানে শোচনীয়ভাবে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষ হবার ঘণ্টাখানেক পরই তিন ক্রিকেটার চলে যান নগরীর একটি ক্যাসিনোতে। রাত দশটার মধ্যে হোটেলে ফেরার কথা থাকলেও তারা ফিরেন রাত সোয়া এগারটার পর। যেটা টিম ম্যানেজমেন্টের স্পষ্ট নিয়মভঙ্গ। তবে তারা প্রোমদে অংশ নিয়েছেন বা জুয়া খেলেছেন-সেটা জানা যায়নি।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেই বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, যদি তাদের বিপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশনে যাবে বিসিবি। ”

বিসিবি সভাপতি আরো বলেন, ‘টিম ম্যানেজারের লিখিত রিপোর্ট আগে আসুক। যদি একজন ক্রিকেটার হতেন, তাহলে তার বিপক্ষে কঠিন পদক্ষেপ নিতাম। যেহেতু তিন ক্রিকেটার, তাই একটু সময় নিতেই হবে। ‘

তবে ধারনা করা হয়, নাসির হোসেন, শফিউল ইসলাম সুহাশ ও তাসকিন আহমেদের বিপক্ষে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে জরিমানা অথবা ওই ৩ ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধও করতে পারেন বিসিবি।
সূত্র: এমটিনিউজ২৪

ad

পাঠকের মতামত