‘আমি নিষিদ্ধ নায়িকা, তবু আমি হ্যাপি’
গত দু’দিন ধরেই মিডিয়ায় বহুল চর্চিত একটি নাম প্রসূন আজাদ। কোনো সিনেমা বা নাটকের চমকপ্রদ খবর হয়ে নয়, বরং একান্ত ব্যক্তিগত খবর নিয়ে এবার তিনি সংবাদে। গণমাধ্যমকে একইসঙ্গে প্রেম, বিয়ে এবং ডিভোর্সের খবর জানালেন তিনি। এসব খবরের পাশাপাশি ডিরেক্টর গিল্ডস-এর সিদ্ধান্তে গেল বছরে অভিনয় থেকে এক বছর নিষিদ্ধ থাকার সময়টা কেমন ছিল সে বিষয়গুলো নিয়েও কথা বলেছেন তিনি-
প্রসূন, কেমন আছেন?
জ্বী, ভালো আছি..
বেশকিছু দিন ধরে আপনিতো কাজে কর্মে নেই…?
না না। এমনতো না। আমি নাটকে কাজ করিনি। কিন্তু কাজেতো ছিলাম। একটি সিনেমায় অভিনয় করেছি, একটি শর্টফিল্ম-এ অভিনয় করেছি।
এখন কি করছেন?
একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় নাটকের নাম ‘যখন কখনো’। দুইদিন শুটিং হয়েছে। মাঝখানে একদিন(বুধবার) গ্যাপ গেল, আবার বৃহস্পতিবার থেকে শুটিং।
একটা সিনেমায় কাজ করেছেন বললেন, সেটা কার সিনেমা?
এফডিসির একটি সিনেমায় কাজ করেছি। সিনেমার মান ‘ভোলা’। শফিকুল ইসলাম সোহেলের পরিচালনা। এই বছরের এপ্রিলে শুটিং হয়েছে। ছবিতে আমি ছাড়াও সহ-শিল্পী হিসেবে আছেন বাপ্পী ও আয়রিন। ভোলা ক্যারেক্টারটিতে পরিচালক নিজেই অভিনয় করেছেন।
এক বছর নিষিদ্ধ ছিলেন, একজন অভিনেত্রীল জীবনে নিষিদ্ধকালীন সময়টা আসলে কেমন?
আমার আসলে এই গ্যাপটা (নিষিদ্ধকালীন সময়) দরকার ছিল। না হলে বুঝতাম না আমি আসলে মানুষের কতো প্রিয়। আমিতো নিষিদ্ধ নায়িকা, তবুও আমি হ্যাপী। এই নায়িকাকে যে সবাই এতো ভালোবাসে আমি জানতামই না। তবে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এখনো নিষিদ্ধই আছি। এখনো আমার উপর থেকে নিষেদাজ্ঞা ওঠে যায়নি।
কি বলেন, তাহলে আপনি যে অভিনয়ে ফিরলেন?
নিষেদাজ্ঞা উঠে যাবে বোধয় অক্টোবরের ৩১ তারিখে।
নিষেদাজ্ঞা উঠে যাওয়ার আগে আবার অভিনয় শুরু করলেন, আপনিতো আবার নিষিদ্ধ হতে পারেন?
আমি কাউকে চিনি না। কারো সাথে যোগাযোগ নাই। আমি আসলে ফ্রিল্যান্সার একজন আর্টিস্ট। আমাকে আটকানোর কিছু নাই, আমাকে নিষিদ্ধ করার কিছু নাই।
যে অভিযোগের ভিত্তিতে আপনি নিষিদ্ধ হয়েছিলেন, এটা কি ঠিক সিদ্ধান্ত ছিল বলে আপনার মনে হয়?
আমার বিরুদ্ধে যে কি অভিযোগ ছিল সেটাইতো নিশ্চিত না। এখনো আমি জানি না, আমি কেনো নিষিদ্ধ হয়েছিলাম। কারণটাই খুঁজে পাইনি। আমি মনে করি, একজন আর্টিস্ট একটা দেশের না। আর্টিস্ট সবার জন্য। আমাকে এইসব নিষেদাজ্ঞা দিয়ে লাভ হয় নাই। আমি আমার মত কাজ করেছি। কাজ করছি।
আপনার সিনেমা ‘মৃত্যুপুরী’র কি খবর?
অইটার ডাবিং বাকি। কবে ডাবিং শুরু হবে এখনো জানি না।
নতুন সিনেমায় কাজ করার কোনো খবর…?
শিগগির নতুন সিনেমায় কাজ শুরু করবো। তারআগে ভালো স্ক্রিপ্ট খুঁজে নেই।
এবার আপনার ব্যক্তিগত বিষয়ে একটু কথা বলি, আপনার প্রেম বিয়ে ডিভোর্স নিয়ে…?
প্রেম, বিয়ে ডিভোর্স নিয়ে মিডিয়ায় যা এসে দুদিন ধরে তার সবই সত্য। যা যা বলা হয়েছে তার বাইরে আর কিছু বলার নাই।
তারমানে গোপনে বিয়ে করেছেন এটা সত্য, এবং শিগগির আপনাদের ডিভোর্সও হয়ে যাচ্ছে?
হ্যাঁ। সবই সত্য।
আপনার বিয়ে, ডিভোর্স এগুলো আপনার পরিবার কিভাবে দেখছে?
আমি কাজ করতে চাই। কাজ নিয়ে বিজি থাকতে চাই। এর বাইরে আর কিছু চাইছি না আপাতত…
-চ্যানেল আই