178099

এক খুদে ভক্ত তামিম ইকবালের কাছে হৃদয় নাড়ানো খোলা চিঠিতে যা লিখলো

দেশের জন্যই ক্রিকেটাররা খেলেন। ভালো সময়ে যেমন বাহবা পান তেমনি খারাপ সময়েও শুনতে হয় দুয়ো। কিন্তু কিছু ভক্ত থাকে সব সময়ের জন্য। তারা সব পরিস্থিতিতেই তাদের পছন্দের ক্রিকেটারকে সমর্থন করে যান। এমনই এক খুদে ভক্তের সন্ধান পেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি লিখলেন হৃদয় নাড়ানো এক খোলা চিঠি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমের অফিশিয়াল পেজে মঙ্গলবার একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটি একটি চিঠি। আর সেটি যে কোনো থুদে ভক্তের হাতের লেখা তা বুঝতে সমস্যা হয় না। ইংরেজিতে তাদওয়ার ইয়াজদান শায়ান নামের এই ভক্ত তামিমের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। লিখেছেন, প্রিয় তামিম ইকবাল, আমি তাদওয়ার ইয়াজদান শায়ান। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমি আপনাকে পছন্দ করি। আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি কি আমার বন্ধু হবেন? আমিও আপনার মতো হতে যাই। আমরা কি দেখা করতে পারি এবং এক সাথে দুপুরে খেতে পারি? ভালোবাসা, তাদওয়ার।’

ভক্তের এই চিঠি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটে সব ফরম্যাটে সর্বোচ্চ রানের এই মালিক। চিঠিটি পোস্ট করে তামিম লিখেছেন, ‘আমি মনে করি, বিশ্বে ক্রিকেট একটি দারুণ সৃষ্টি। সব দেশের ক্রিকেট ভক্তরাই তাদের পছন্দের ক্রিকেটারদের জন্য এমনটাই ভাবেন। এটা আমার প্রিয় এক ভক্তের থেকে পাওয়া, যাদের জন্য আমরা খেলি।’

হ্যামস্টিংয়ের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এরই মধ্যে ছিটকে গেছেন তামিম। একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেই দেশে ফিরেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি নভেম্বরের চার তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিকেও খেলতে পারবেন না তামিম।

ad

পাঠকের মতামত