177972

স্টার জলসা-জি বাংলা বন্ধ চান সাগর

ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলা ও স্টার জলসা বন্ধের দাবিতে বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে সরকারের প্রতি আহবান জানিয়ে আসছেন কলেজ ছাত্র। ওই যুবকের নাম মোখলেসুর রহমান সাগর।

তিনি রাজধানীর তেজগাঁও কলেজে হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি সমাজ সচেতনতা নিয়ে কাজ ও এইসব চ্যানেল বন্ধ করতে বলা যায় এক প্রকার লড়াই করে যাচ্ছেন সাগর।
ওইসব টেলিভিশন চ্যানেলকে পারিবারের অশান্তির উৎস হিসেবে উল্লেখ করে প্ল্যাকার্ডে লিখেছেন, পারিবারিক অশান্তির উৎস স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধ করা হোক।

চ্যানেলগুলোকে বয়কট করার আহবান জানিয়ে আরেকটি প্ল্যাকার্ডে লিখেছেন, ‘দেশের সংস্কৃতি রক্ষার স্বার্থে স্টার জলসা স্টার প্লাস, জি বাংলা বয়কট করুন। ‘

সাগর বলেন, এসব চ্যানেল বন্ধ করতে শুধু দরকার সরকারের সদিচ্ছা আর আমাদের জনগণের তীব্র প্রতিবাদ এবং আমাদের দেশের চ্যানেল মালিকদের প্রতিবাদ ও তাঁদের নিজস্ব চ্যানেলগুলোর মানোন্নয়ন।

মোখলেসুর রহমান সাগরকে মাঝে মধ্যেই এমন অভিনব প্রতিবাদ জানাতে শাহবাগ, প্রেস ক্লাব, টিএসসি এলাকায় দেখা গেছে। সাগরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

ad

পাঠকের মতামত