বরগুনায় বোডিংয়ের আড়ালে চলছে রমরমা পতিতা ব্যাবসা
বরগুনার নিউ খাঁন বোডিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল ম্যানেজার,খদ্দের ও পতিতাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল রোডের নিউ খাঁন বোডিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের মৃত. মোহাম্মদ আলী খানের ছেলে (হোটেল ম্যানেজার) মো. জাহিদ হোসেন (৪০), ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া কাঁঠালতলী গ্রামের রিপনের ছেলে সোহাগ (৩৪) ও বরিশাল জেলার কালিকাপুর উপজেলার মেহেন্দীগঞ্জ থানার বধূপুর গ্রামের মৃত মো. খালেকের মেয়ে রিয়া (১৭)।
হোটেল ম্যানেজার জাহিদ ও খদ্দের সোহাগকে বিনাশ্রম ৩ মাস ও পতিতা রিয়াকে বিনাশ্রম ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।
এ অভিযানে বরগুনা থানার এ এস আই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি ফোর্স সহযোগিতা করেন। হোটেলটিতে যৌন কাজে ব্যবহৃত পণ্য, মোবাইল ফোন, সেক্সুয়াল ওষুধ জব্দ করা হয়। এছাড়া হোটেলটি সিলগালাও করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, একই অসামাজিক কার্যকলাপের কারণে কিছুদিন আগে ওই এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে ‘পরিবাগ হোটেল’।