177764

যৌন হয়রানির জন্য দায়ী মেয়েরাও, বলছেন এই অভিনেত্রী


যৌন হেনস্থার জন্য দায়ী নারীরাও, বলছেন অভিনেত্রী। ভৈরবী গোস্বামীর পর এবার টিসকা চোপড়া।

যৌন হয়রানির শিকার হওয়ার জন্য হেনস্থাকারীদের পাশাপাশি নারীদেরও দায়ী করলেন অভিনেত্রী টিসকা। বললেন, হেনস্থার মুখে পড়ার মতো পরিস্থিতির মধ্যে নিজেদের রেখে দেন নারীরা। সে কারণেই তাঁদের এসব পরিস্থিতির সামনাসামনি হতে হয়।
হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর একের পর এক তারকা যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন। মি টু লিখে ফেসবুকে অভিজ্ঞতার কথা লিখছেন হলিউড তারকারা। বলিউডের স্বরা ভাস্কর, কালকির মতো অভিনেত্রীরাও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। এ রকম এক পরিস্থিতিতে মেয়েদের দিকে আঙুল তুলে সমালোচিত হয়েছেন টিসকা।

টিসকা টুইটবার্তায় লিখেছেন, সে রকম পরিস্থিতির মধ্যে নিজেদের রাখেন বলেই হয়রানির শিকার হন নারীরা। কেন হোটেলের ঘরে যান? নিজের নিরাপত্তার কথা মাথায় আসে না? যাঁর সঙ্গে যান তাঁর সম্পর্কে কি আগে থেকে খোঁজ-খবর রাখেন না? একজন মেয়ে হিসেবে বলব, প্রথমেই নিজের নিরাপত্তার কথা ভাবা দরকার।

বিপদে পড়তে হবে, এমন পরিস্থিতির মধ্যে কখনো নিজেকে ফেলা উচিত নয়। মেয়েদের না বলা অভ্যাস করতে হবে। বলতে হবে। তাহলেই এসব বন্ধ হবে। বুঝিয়ে দিতে হবে যে, যেটা তিনি চান না সেটা করবেন না।
টিসকা মনে করেন, ক্যারিয়ারকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতার জন্য এসব হয়রানির মুখোমুখি হতে হয় অভিনেত্রীদের। তাই শর্টকাটস বাদ দিয়ে কঠোর পরিশ্রম করে জায়গা পাকা করে নিতে হবে। তাহলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। এদিকে টিসকার টুইটবার্তা পর শুরু হয়েছে সমালোচনা। অনেকে টিসকার বক্তব্যের সঙ্গে একমত হন। কেউ কেউ আবার প্রতিবাদও করেছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে অভিনেত্রী ভৈরবী গোস্বামী এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। বলেছিলেন, কাজ পেতে পরিচালক-প্রযোজকদের সঙ্গে স্বেচ্ছায় সহবাস করেন অভিনেত্রীরা।

ad

পাঠকের মতামত