177779

‘দি পাবলিক’ এ ১২ বছরের ছোট একজনকে বিয়ে করলেন বাঁধন

বিনোদন ডেস্ক : আজমেরি হক বাঁধন বিয়ে করেছেন তাও আবার তার চেয়ে বয়সে ১২ বছরের ছোট একজনকে। তবে এ বিয়ে বাস্তবে নয়। সম্প্রতি ‘দি পাবলিক’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন বাঁধন।

আর এই নাটকের গল্পটি এমনই। তার বিপরীতে অভিনয় করেছেন জোভান আহমেদ।

গল্পে দেখা যাবে, বাঁধন জোভানকে বিয়ে করে বাবার বাড়িতেই থাকেন। অন্যদিকে ঘরজামাই হয়ে জোভানের কাটছে সময়। জোভানকে বিয়ে করার কারণ হলো বাঁধনের সবকিছু যেন সে সুবোধ বালকের মতো মেনে চলে।

তার কথার বাইরে যেন না যায়। নতুন নাটকটি নিয়ে দারুণ আশাবাদী বাঁধন। দর্শক উপভোগ্য নাটক হবে বলে জানান তিনি। তার সহশিল্পী জোভানও ধারাবাহিকটিতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত।

নাটকটির পরিচালক জুয়েল মাহমুদ জানান, এরই মধ্যে ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে। দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলে তার বিশ্বাস।

বাঁধন-জোভান ছাড়াও ধারাবাহিকে আরো অভিনয় করছেন আবুল হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, আলভী, নাদিয়া মিম।

সম্প্রতি বাঁধনের ডিভোর্সের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

২০১০ সালের জানুয়ারিতে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন বাঁধন। সে বছরেরই ৮ সেপ্টেম্বর তাদের মেয়ে সায়রার জন্ম হয়।

ad

পাঠকের মতামত