জানেন বিয়ের আগে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা কী করতেন
বিয়ের আগে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা কী করতেন জানেন-ভারতীয় দলের অনেক ক্রিকেটারই সংসার জীবন শুরু করে দিয়েছেন।
কিন্তু যাদের নিয়ে সংসার করছেন তাদের সম্পর্কে জানার আগ্রহ ক্রিকেটপ্রেমীদের যেন শেষ নেই।বিশেষ করে একটি বিষয় বিয়ের আগে তাদের স্ত্রীরা কি করতেন?
আজ আপনাদের এমনই কিছু ভারতীয় তারকা খেলোয়াড়দের স্ত্রীদের কথা বলবো যারার বিয়ের আগে অন্য পেশায় জড়িত ছিলেন।
আরতি শেবাগঃ ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান বীরন্দ্র শেবাগের স্ত্রী বিয়ে করার আগে আরতি জনসংযোগ পেশার সঙ্গে যুক্ত ছিলেন। বিয়ের ঠিক আগে এই কাজটি তিনি ছেড়ে দেন।
সাক্ষী ধোনি: ভারতীয় দলের ক্যাপেন্টকুল মাহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী কলকাতার তাজ বেঙ্গলে হোটেল ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কর্মরত ছিলেন।
প্রিয়ঙ্কা রায়না: সুরেশ রায়নার স্ত্রী পিয়ঙ্কা একজন ব্যাংক অফিসার। তবে ভারতীয়
রীতিকা শর্মা : বিয়ের আগে একজন সেলেব্রিটি স্পোর্টস ম্যানেজার ছিলেন রোহিত শর্মা স্ত্রী রীতিকা।
অঞ্জলি টেন্ডুলকারঃ বিয়ের আগে রীতিমতো নামী পেডিয়াট্রিশিয়ান ছিলেন অঞ্জলি। তবে স্বামীর সংসার সামলানোর জন্য শেষ পর্যন্ত সেই কাজ থেকে সরে আসেন তিনি।
আয়েশা ধাওয়ানঃ শিখর ধাওয়ানের স্ত্রী আয়েষা ধাওয়া জন্মসূত্রে এক অস্ট্রেলীয় নাগরিক। তিনি একজন বক্সারও বটে।
সাফা বেগ: সাফা আর কেউ নন তিনি হলেন ইরফান পাঠানের স্ত্রী । ইরফানকে বিয়ে করার আগে সৌদি আরবের একজন নামী মডেল ছিলেন। একই সঙ্গে নেলপলিশ আর্টিস্টও ছিলেন তিনি।