177772

‘কাউকেই ছাড় দেয়া হবে না’

রাস্তার উল্টো দিকে গাড়ি চালালে আর কাউকেই ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, শুধু আইন-কানুন নয়, চালকদের মানসিকতা পরিবর্তনের মধ্যদিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

চলতি বছরের ৫ জুন থেকে ২২ অক্টোবর কে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার।

সম্প্রতিকালে যদিও এ রকম ঘটনা প্রায় দেখা যায় ব্যস্ত সড়ক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানযট। যার ফল ভোগ করতে হয় সাধারণ যাত্রীদের।

সূত্র:বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত