177671

যেখানে মেয়েদের ঋতুস্বাবের সময়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়

ঋতুস্বাবের সময় মেয়েদের শরীর দুর্বল থাকে৷ প্রয়োজন হয় বিশ্রাম এবং যত্নের৷ কিন্তু মাসের এই নির্দিষ্ট দিনগুলিতেই নেপালের একটি এলাকাতে যা হয় তা জানলে আপনি চমকে উঠবেন৷ নেপালের ধমিলেখ নামক স্থানে মহিলাদের মাসিক চলাকালীন ঘর ছেড়ে থাকতে হয়৷

এখানে ছোপাড়ি নামক একটি প্রথা মতে এটাই মনে করা হয় যে পিরিয়ডস্ বা ঋতুস্বাবের সময় মেয়েরা অপবিত্র এবং নোংরা থাকে৷

ধমিলেখ গ্রামে প্রায় ১০০-এর কাছাকাছি পরিবার বসবাস করে৷ এর মধ্যে এমন কিছু ঝুপড়ি তৈরি করা হয়েছে, যেখানে ঋতুস্বাবের সময় মেয়েরা গিয়ে থাকে৷ এখানে শোওয়ার মতো ঠিকঠাক ব্যবস্থাও থাকে না৷ সংখ্যায় ঝুপড়ি কম হওয়ায় অনেক মেয়েই এক একটি ঝুপড়িতে একসঙ্গে থাকতে বাধ্য হয়৷

সূত্রের মতে, এই সময় বাড়ি ছেড়ে কিছুদিন মেয়েদের আলাদাই থাকতে হয়৷ খাবার তৈরি থেকে গ্রামের জনসাধারণের জন্য ব্যবহারের জল কোনওটাই এই অপবিত্র অবস্থায় থেকে পাওয়া যায় না৷ এমনও মনে করা হয়,

এই অবস্থায় কোনও মেয়ে গরুর গায়ে হাত দিতে সেই গরু দুধ পর্যন্ত দেয় না৷ এমনকি মহিলাদের শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয় না৷

দূরে মাঠে-ক্ষেতের মাঝে গিয়ে তারা শৌচকর্ম সারে৷ চার দিন ঝুপড়িতে কাটানোর পর মহিলাদের স্নান করে, গোমূত্র দিয়ে শুদ্ধ হতে হয়৷ তারপরেই তারা ফের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে৷ এই ব্যবস্থার প্রতি বহু মেয়ে আপত্তি জানালেও এখনও পর্যন্ত তা বহাল তবিয়তে চলছে বলেই জানা গিয়েছে৷

ad

পাঠকের মতামত