এক গানের শুটিংয়েই ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া!
২০১২ সালের ছবির শ্যুটিং চলাকালীন রীতিমতো রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন আলিয়া। এক গানের শুটিংয়ে ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া।
সম্প্রতি আলিয়া নিজেই একটি রিয়্যালিটি শো’তে সোজাসাপটা জানালেন সেই কথা।
‘ইস্ক ওয়ালা লাভ’ গানটিতে বরফের দৃশ্যে জ্ঞান হারিয়েছিলেন আলিয়া। লোকেশনের কনকনে ঠান্ডায় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া যে, এক-দু’বার নয়, ১৪বার জ্ঞান হারিয়েছিলেন তিনি। আর সেই গানটাই ছিল ২০১২ সালের গানপোকাদের বেছে নেয়া সেরা গান।
আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্র আর বরুণ ধাওয়ানের হাতেখড়ি হয়েছিল করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায়। পাঁচ বছর হয়ে গেল সিনেমাটির বয়স। নিজেদের প্রথম ছবির পাঁচ বছর পূর্তি উপলক্ষে করণের বাড়িতে হাজির হয়ে গিয়েছিলেন তিন জন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর শ্যুটিং চলাকালীন আলিয়া, সিদ্ধার্থ এবং বরুণ তিন জনেই বেশ ছোট। আলিয়ার বয়স তখন ১৯।
তবে এই চরিত্রটি আলিয়ার আগে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফকে অফার আহবান জানিয়েছিলেন করণ। কৃষ্ণা না করায় আরও ৪৩২ জনের অডিশন নিয়েছিলেন পরিচালক। আর তার পরই চরিত্রটি আসে আলিয়ার কাছে। যদিও আলিয়ার হাতেখড়ি হয়েছিল ১৯৯৯ সালে।