রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে অাসছেন জর্ডানের রানী
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ।
আগামী সপ্তাহে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন। সেখানে দুর্দশাগ্রস্ত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলে তাদের ওপর দিয়ে বয়ে যাওয়া বর্বরতার লোমহর্ষক কাহিনী শুনবেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতার কল্যাণে বৈশ্বিকভাবে সামজিক কার্যক্রম পরিচালনাকারী কুইন রানিয়ার কক্সবাজার সফর রোহিঙ্গা ইস্যুতে জনমত সৃষ্টি বিশেষ করে ইস্যুটির ‘সংবেদনশীলতা’ বাড়বে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে বাংলাদেশে আসেছিলেন।
প্রসঙ্গত, গেল ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ রোহিঙ্গা শরণার্থী নতুন করে বাংলাদেশে পালিয়ে অাশ্রয় নিয়েছে।