
যে তারকারা বিয়ে করেছিলেন ভক্তদের এক নজরে দেখে নিন
শুধু বলিউডি তারকা মাধুরী দীক্ষিত কিংবা হলিউডি তারকা ব্র্যাড পিটই নন, ভক্তদের বিয়ে করেছেন আরও বহু তারকা। এ লেখায় থাকছে তেমন কয়েকজন তারকার তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. মাধুরী দীক্ষিত- ড. শ্রীরাম নেনে
ড. শ্রীরাম নেনে মাধুরী দীক্ষিতের অসম্ভব ভক্ত ছিলেন। এরপর ১৯৯৯ সালে তারা বিয়ে করেন।
ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা
২. এলভিস প্রিসলি-প্রিসিলা ওয়াগনার
প্রিসিলা ওয়াগনার মাত্র ১৪ বছর বয়সেই এলভিসের এত ভক্ত ছিলেন যে, পরিবারের সদস্যদের কাছে তিনি তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার তাগিদ দিয়েছিলেন। এলভিসের চেয়ে বহু বছরে ছোট হলেও তিনি তার অসম্ভব ভক্ত ছিলেন। এরপর ২১ বছর বয়স হলে তিনি এলভিসকে প্রস্তাব দেন এবং ১৯৬৭ সালে তারা বিয়ে করেন। অবশ্য ১২ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়।
ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা
৩. মমতাজ- ময়ুর মাধভানি
এ উপমহাদেশের বিখ্যাত অভিনেত্রী মমতাজের অসম্ভব ভক্ত ছিলেন ব্যবসায়ী ময়ুর মাধভানি। তারা ১৯৭৪ সালে বিয়ে করেন।
ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা
৪. ব্র্র্যাড পিট- জেনিফার অ্যানিস্টন
ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন প্রথম দেখা করেন ১৯৯৮ সালে একটি ব্লাইন্ড ডেটে। তারা ২০০০ সালে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।
৫. সান্দ্রা বুলক- জেসে জেমস
অস্কার বিজয়ী সান্দ্রা বুলক মটরসাইকেল নির্মাতা জেসে জেমসকে বিয়ে করেন ২০০৫ সালে। ২০১০ সালে তারা পৃথক হয়ে যান।
ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা
৬. টম ক্রুজ- কেটি হোমস
টম ক্রুজের একজন বড় ফ্যান ছিলেন কেটি হোমস। তারা ২০০৬ সালে বিয়ে করেন।
ভক্তদের বিয়ে করেছিলেন যে তারকারা
৭. ভিক্টোরিয়া বেকহাম- ডেভিড বেকহাম
ফুটবলার ডেভিড বেকহাম স্পাইস গার্লসের ফ্যান ছিলেন। আর এ জুটি ১৯৯৭ সালে প্রথম মিলিত হন।