পরীমনির পর এবার অপু বিশ্বাসের সঙ্গে…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। গেলো ঈদে ‘সোনা বন্ধু’ ছবির মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার। ছবিটির জন্য এখনো বেশ সাড়া পাচ্ছেন তিনি। ‘সোনা বন্ধু’র পর এরই মধ্যে নতুন ছবির প্রস্তুতিও নিয়েছেন তিনি। একই সঙ্গে আসছে তার তিন ছবির ঘোষণা। ছবি তিনটি হলো নার্গিস আক্তারের ‘দরদী’, বদরুল আলম খোকনের ‘কাঙ্গাল’ ও মনির সিদ্দিকীর ‘পথের মানুষ’।
আগামী ডিসেম্বর থেকে ‘কাঙ্গাল’ ছবির শুটিং শুরু করবেন তিনি। এ ছবিতে তিনি জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে। ‘পথের মানুষ’ ছবিতে দেখা যাবে ওপার বাংলার কোনো একজন অভিনেত্রীকে। এছাড়া খুব শিগগির ‘দরদী’ ছবির নায়িকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। নতুন তিন ছবি প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘সোনা বন্ধু’ ছবিটি দর্শক কীভাবে গ্রহণ করে অনেকদিন সেটি দেখার অপেক্ষায় ছিলাম। দর্শকদের ভালোবাসায় নতুন ছবিতে কাজ করার সাহস পাচ্ছি। এই তিনটি ছবিতে নিজেকে আরো বেশি ভাঙতে পারবো বলে বিশ্বাস করি।
প্রথম ছবির মতো এই তিনটি ছবিতেও দর্শকদের জন্য নানা চমক থাকবে। এদিকে বর্তমানে ডিএ তায়েব ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগিরই তার অভিনীত ‘ডিবি’ নাটকটির ছয়শত পর্ব প্রচার হবে বলে জানান। এ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। এটি পরিচালনা করছেন জি এম সৈকত।
এছাড়া আরটিভিতে প্রচার হচ্ছে ডিএ তায়েব পরিচালিত ও অভিনীত ‘অনাকাক্ষিত সত্য’। চ্যানেল আইয়ে তার অভিনীত ফরিদুল হাসানের ‘বাসন্তীপুর’ ধারাবাহিকটির জন্যও দর্শকদের প্রশংসা পাচ্ছেন বলে জানান তিনি। ছোট পর্দার কাজ প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, আমাদের এখন নাটকের গল্পে বেশ পরিবর্তন আসছে। সম্প্রতি শরৎচন্দ্রের গল্প থেকে একটি নাটকে কাজ করছি। এছাড়া প্রতিটি নাটকে আমি বরাবরই ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি।