177492

লেজ আকৃতির অদ্ভুত সন্তান প্রসব গৃহবধূর!

গাইবান্ধার লেজ আকৃতির এক নবজাতক ভুমিষ্ট হয়েছে। তবে জন্মের এক ঘণ্টা পরেই মারা যায় ওই নবজাতক।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলার সাদুল্যাপুর উপজেলায় বিলকিস বেগম (ছদ্মনাম নাম) নামে এক গৃহবধূ উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে তার নিজ বাড়িতে ওই সন্তানের জন্ম দেন।

অদ্ভুদ আকৃতির ওই নবজাতককে এক নজর দেখার জন্য বিলকিসের বাড়িতে শতশত লোক ভিড় করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রসূতি মা সুস্থ ও স্বাভাবিক আছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার ১ ঘণ্টা পরেই মারা যায়। শিশুটির মাথা, হাত ও অন্যান্য শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও দুই পা দেখা যায়নি। এমনকি নবজাতকটি ছেলে না মেয়ে তাও শনাক্ত করা যায়নি। নবজাতকের দু-পায়ের স্থলে লেজ আকৃতি দেখা গেছে।

সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত