প্রেমের টানে চলে যাওয়া প্রবাসীর স্ত্রীর শেষ রক্ষা হলোনা ফেনী থেকে নরসিংদি গিয়েও
ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকা থেকে নিখোঁজ হওয়া গৃহবধূকে নরসিংদীর রায়পুর এলাকা থেকে উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। সে উপজেলার জিএমহাটের হাজী মনির আহম্মদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিখোঁজের আট দিন পর সোমবার ১৬ অক্টোবর রাতে ঐ গৃহবধূকে নরসিংদী জেলার রায়পুরের লোছনপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
গত ৯ অক্টোবর ওই গৃহবধুর বাবা প্রভাত মজুমদার বাদী হয়ে ফুলগাজী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও পরিবারের ভাষ্যমতে, প্রতিদিনের মতো গত ৯ অক্টোবর সকালে ওই গৃহবধু কলেজ যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। কিন্তু কলেজ ছুটির পরও সে বাডড়তে না আসায় তার বাবা থানা পুলিশসহ আপ্তীয় স্বজনকে অবহিত করেন।
ফুলগাজী থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুম রানা জানান, বিয়ের ৬ মাস পর গত ৯ অক্টোবর সকালে ওই গৃহবধূ নরসিংদীর রায়পুরের লোছনপুর গ্রামের মজনু মিয়ার ছেলে কলেজ ছাত্র মামুন (২২) কাছে চলে যান। মামুন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ বলেন, গত ৬ মাস পুর্বে ওই কলেজ ছাত্রীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী ওমান চলে যান। এই সুযোগে সে ফেসবুকে মামুনের সাথে যোগাযোগ বাড়িয়ে দেন।
তিনি আরও বলেন, সে নিখোঁজ নয়। প্রেমের টানে চলে যান। সোমবার রাতে নরসিংদীর রায়পুরের লোছনপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়েছে।