
প্রেমিককে কাছে পেতে প্রেমিকার কিডনি বিক্রি! অতঃপর যা ঘটলো
লোকে বলে প্রেম নাকি অন্ধ, প্রেম নাকি পরোয়া করেনা কোন কিছুর। এবার এটাই প্রমান করে দেখালেন ভারতের বিহার রাজ্যের ২১ বছরের এক যুবতী। প্রথম বিয়ে বিচ্ছেদের পর তিনি চলে যান বাপের বাড়িতে। সেখানে এসে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, হয়ে যায় প্রেম।
এক পর্যায়ে বিয়ের প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেয় প্রেমিকা। কিন্তু বিয়ের কথা উঠতেই প্রেমিক পরিষ্কার জানায় ১ লক্ষ ৮০ হাজার টাকা পেলেই তবেই সে বিয়ে করবে।
এদিকে এত টাকা কোথায় পাবে যুবতী। ভাবতে ভাবতেই মাথায় এল কিডনি বেচার ফন্দি। তাই কিডনি বেচতে পাড়ি দিলেন দিল্লির এক সরকারি হাসপাতালে। কিন্তু ডাক্তারদের গিয়ে সব বলতেই তারাই কিডনি পাচার চক্র সন্দেহে পুলিশ ও মহিলা কমিশনে ফোন করেন।
তারপরেই সব রহস্যের অবসান। উঠে এসেছে অদ্ভুত এক প্রেমের কথা। যেখানে যুবতি পণের টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রির দুঃস্বপ্ন দেখেছেন। সব শুনে হতবাক চিকিৎসক ও মহিলা কমিশনের কর্মীরা। ওই যুবতীর মুখে সব শুনে বিহারে তার পরিবারকে খবর দেওয়া হয়। বিষয়টি এখন বিহার মহিলা কমিশনের কাছে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।