177514

‘আমাকে যা ইচ্ছা বলুন, সাবেক প্রেমিককে অপমান করবেন না’

বিনোদন ডেস্ক : সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবির বিষয়ে এবার মুখ খুলেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ নির্বাচিত হওয়া জেসিয়া ইসলাম। ছবিতে এক ছেলের সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তে নানা অঙ্গভঙ্গিতে দেখা গেছে তাকে।

ছবিগুলোর বিষয়ে জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, ছবিগুলো আমার। প্রত্যেকটি মানুষের একটি পার্সোনাল লাইফ আছে। আর আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়। ছবিগুলো আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা।’

কিভাবে ছবিগুলো সংবাদমাধ্যমের হাতে আসলো এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, ‘আপনারা জানেন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আর ছবিগুলো আমার ইনবক্সে ছিলো। হ্যাকের সঙ্গে যারা যুক্ত রয়েছে’ তারাই এটি করে থাকতে পারে।’

তিনি বলেন, এই জেনারেশনে সবারই বয়ফ্রেন্ড বা গার্লফেন্ড থাকে। এটা খুবই স্বাভাবিক।

জেসিয়া তার সাবেক প্রেমিক সম্পর্কে বলেন, আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া ছিলো। কিন্তু যে কোন কারণে আমারা এখন পৃথক। তার সঙ্গে এখন আমার কোন সম্পর্ক নেই। তবে আমি বলতে চাই আপনারা আমার সমালোচনা করুন ঠিক আছে কিন্তু তাকে (সাবেক প্রেমিক) নিয়ে কিছু বলবেন না। আমার জন্য ছেলেটিকে অনেক হেনস্থা হতে হচ্ছে। সামাজিক ভাবে হেয় হতে হচ্ছে। আমি আমার ফেসবুক হ্যাককারীকে বললো, জাস্ট স্টপ হ্যাকিং এবং আমাকে নিয়ে যা ইচ্ছা করুন বা বলুন কিন্তু আমার সাবেক প্রেমিকে প্লিজ আর ছোট করবেন না।’

এরআগে জেসিয়া সময়নিউজের লাইভ প্রোগ্রাম ‘তারুণ্যের সময়ে’র সঞ্চালক সাব্বির সামি মুহিতের এক প্রশ্নের জবাবে জেসিয়া জানিয়েছিলেন, তিনি এখন পর্যন্ত দুইটি প্রেম করেছেন। তবে বর্তমানে তিনি সময়ের অভাবে কোন প্রকার প্রেমের সম্পর্কে জড়িত নেই তিনি।

এই সকল ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে জেসিয়া বলেন, ‘আমি বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

ad

পাঠকের মতামত