ভারতের রহস্যময় একটি দ্বীপ যেখানে গেলে প্রাণ নিয়ে ফিরে আসা বড়ই কঠিন!
ভারত অনেক সুন্দর একটা দেশ। সভ্যতার বিচিত্র বিষয়ে আপনারা ধারণা লাভ করবেন ভারত গেলে । ভারতে আছে মনভরে দেখার মত অনেক সুন্দর সুন্দর স্থান। আপনি চাইলে সব জায়গায় যেতে পারবেন না। অনেক জায়গা রয়েছে যেখানে যাওয়া একেবারে নিষিদ্ধ।
আজকে জুমবাংলার পাঠকদের জন্য ভারতের এমন এক স্থানের কথা তুলবো যেখানে যাওয়া সরকার একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। বলছিলাম ভারতের উত্তর সেন্টিনেল আইল্যান্ডের কথা। ভারতের এই দ্বীপটি অনেক সুন্দর কিন্তু চাইলেও সেখানে যেতে পারবেন না
এই দ্বীপটিতে কেউ আসলে এখানকার অধিবাসীরা তাদেরকে নির্মমভাবে মেরে ফেলে। দুইজন ব্যক্তিকে হত্যা করার কাহিনী দিয়ে শুরু করি এই দ্বীপের আধিবাসীরা কত বর্বর। ২০০৬ সালের কথা বলছি দুই জেলে রাস্তা হারিয়ে হঠাৎএই দ্বীপে প্রবেশ করে। এই আদিবাসীরা তাদেরকে দেখতে পেয়ে নির্মমভাবে মেরে ফেলে তাদের।
এখানকার উপজাতিরা বাইরের জগত সম্পর্কে এতটা জানেনা। দ্বীপটিতে আধুনিকতার ছোঁয়া পরেনি এখনো। এই দ্বীপটির বাসিন্দারা আধুনিক যুগের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করতে চায় না। উত্তর সেন্টিনেল দ্বীপটি তাই ভারত তথা বর্হিবিশ্বের কাছে আজও রহস্যই হয়ে আছে।
এখনো কেউ দ্বীপটির মানুষের ভাষা, ধর্মানুষ্ঠান এবং তাদের বসত বাড়ির রহস্য খুব কমই জানতে পেরেছেন। আধুনিককালে অত্যাধুনিক সব ক্যামেরা থাকা সত্ত্বেও ওই দ্বীপের মানুষের স্পষ্ট কোনো ছবি তোলা সম্ভব হয়নি। যারা ইতোমধ্যে দ্বীপটিতে গিয়েছেন তারা সকলেই দ্বীপটির রহস্যময় উপজাতিদের দ্বারা হামলার শিকার হয়েছেন। ২০০৪ সালেও অনুসন্ধানকারীরা আদিবাসীদের হামলার শিকার হয়।
মূলত ভারত মহাসাগরে ভূমিকম্পের পর বিমান অনুসন্ধানকারীরা ক্ষতির পরিমান বিশ্লেষণ করতে দ্বীপটিতে প্রবেশ করে ছিল। কিন্তু সেখানে গিয়ে তাঁরা স্থানীয়দের হামলার শিকার হয় । এই ঘটনাগুলি শুনে নিশ্চয় বুঝেছেন এই দ্বীপের আদিবাসীরা কত বর্বর।