177341

বয়স অনুমান করা কঠিন, ছেলেকে তার বন্ধু ভেবে বসেন কেউ কেউ!

স্বাভাবিক নিয়মেই বয়স বাড়ে। তার ছাপ পড়ে শরীরেও।

অনেকেই বয়সের ছাপ হঠাতে কতই না বিউটি টিপস ব্যবহার করেন! কিন্তু কারো কারো শরীরের গঠন এমনই যে বয়সের ছাপ পড়ে না। ত্বকের উজ্জ্বল্য, টানটান ভাব বজায় থাকে।

এজন্য হয়ত তাদের খুব একটা চেষ্টাও করতে হয় না। এমনই একজন ইন্দোনেশিয়ার মহিলা পুস্পা দেবী। তাকে দেখে কেউ বলবেই না, তার বয়স ৫০!

সফল ব্যবসায়ী পুস্পা একটি ইউটিউব চ্যালেন পরিচালনা করেন। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা আড়াই লাখ! ইন্দোনেশিয়ার ছোট পর্দারও পরিচিত মুখ তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রথমে তার একটি ছবি ভাইরাল হয়ে যায়। কেউ তার বয়স বিশ্বাসই করতে চাননি। সবচেয়ে অদ্ভূত বিষয় হল, কেউ কেউ পুস্পার ছেলেকেই তার বয়ফ্রেন্ড ভেবে বসেন!

সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে পুস্পা বলেছেন, লোকে বলে, যত বয়স বাড়ছে ততই দেখতে তরুণী মনে হয় তাকে।

সুখী থাকাটাই এর মূলে বলে মনে করেন পুস্পা।

তার কথায়, সন্তানরা বড় হয়ে গেছে। যেটা ভালো লাগে সে ব্যবসা করছে। সব মিলিয়ে আমি সুখী। পুস্পার পছন্দ স্বাস্থ্যকর খাবার। তিনি খেলাধুলার প্রতিও আগ্রহী। এমনকি নিয়মমত ব্যয়াম করেন তিনি।

ad

পাঠকের মতামত