177335

বাবার হাতে ৪ বছর ধরে গৃহবন্দী মেয়ে!

এক ছেলেকে মেলামেশার অভিযোগে মেয়েকে চার বছর গৃহবন্দী করে রাখলেন এক পিতা। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। মেয়েটির নাম আমিনা। বুধবার লন্ডনের একটি আদালত সূত্রে এ খবর জানা গেছে।

আমিনা আল-জেফারি (২১) নামে ঐ নারী জানায়, এক ছেলেকে ‘চুমু খাওয়ায়’ তার পিতা মোহাম্মদ আল-জেফারি তাকে ঘরে চার বছর ধরে ঘরে আটকে রাখে। আমিনা ব্রিটিশ ও সৌদি নাগরিকত্বধারী।

আমিনার আইনজীবী জানিয়েছেন, চার বছর আগে তাকে সৌদি আরব নিয়ে আসা হয়। তাকে খাবার, পানি, টয়লেট সুবিধা, ফোন এবং ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত করা হয়, এমনকি শারীরিক নির্যাতন চালানো হয় তার ওপর। আমিনার মাথা ন্যাড়া পর্যন্ত করে দেওয়া হয়।

আমিনা জানান, সে যাকে বিয়ে করতে চায় তার সাথে না দিয়ে, বরং এমন পরিবেশ সৃষ্টি করা হয় যাতে মুক্তির উপায় হিসেবে তাকে অন্য কাউকে বিয়ে করতে হয়। এ অভিযোগের পর আদালত ঐ নারীকে লন্ডন ফেরত পাঠানোর কথা জানায়। কিন্তু মেয়ের অভিযোগ খন্ডন করে আল জেফারি এক চিঠিতে বলেন, তাকে লন্ডন পাঠালে সে আবারো ধ্বংসাত্মক জীবনে ফিরে যাবে। বাবা হিসেবে তার স্বাস্থ্য ও নিরাপত্তা এবং সর্বোত্তম যাতে হয় সেটাই আমি করব।

ad

পাঠকের মতামত