177301

খালেদাকে গ্রেপ্তারের কোনো ইচ্ছা নেই সরকারের: কাদের


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো ইচ্ছা সরকারের নেই বল জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল।

প্রায় তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
গত ১৫ই জুলাই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। তিনি দেশে ফিরছেন এমন এক সময়ে যখন কুমিল্লায় একটি এবং ঢাকায় দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ad

পাঠকের মতামত