কুকুরকে বিয়ে পছন্দের জীবনসঙ্গী না পাওয়ায়!
বিয়ে নিয়ে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে। জীবনসঙ্গী বানাতে উপযুক্ত পাত্র পাত্রী খুঁজে বেড়ান। তবে উপযুক্ত সঙ্গী না পেলে কী বিয়েই নয়? না। উপযুক্ত পাত্র নেই তো কী হয়েছে?
নিজের অনুগত পালিত কুকুরই তো অনেকাংশে মানুষের চেয়ে যোগ্য। এমনটাই মনে করেন এক ইউরোপীয়ান নারী। ফলে জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন কুকুরকেই।
ইয়ার্ক শায়েরের অধিবাসী মারগান কালঘান (৪৩)। আগামী ২০ নভেম্বর কুকুরের সঙ্গে তিনি অষ্টম বিবাহ বার্ষিকী পালন করতে যাচ্ছেন। স্বামী কুকুরকে তিনি বাদশাহ নামে ডাকেন।
মার্গান বলেন, তিনি ২০০৯ সালে কুকুরকে বিয়ের সিদ্ধান্ত নেন। সে সময়ে তার কোনো চাকরি কিংবা অর্থ সম্পত্তিও ছিল না। তবুও বিপদের এ কঠিন মুহূর্তে বাদশাহ (কুকুরের ডাক নাম) তাকে ছেড়ে যায়নি। কোনো মানুষও তো এতটা অনুগামী হয় না যা আমার স্বামী কুকুর হয়েছে।
এ নারীকে কুকুর বিয়ে করার জন্য সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তবে এ সার্টিফিকেটের কোনো আইনি বৈধতা নেই। সূত্র : ডেইলি পাকিস্তান।