সৎ ছেলে সানিকে নিয়ে এই প্রথম মুখ খুললেন হেমা মালিনী
হেমা মালিনীর জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘বেয়ন্ড দ্য ড্রিম গার্ল’। আর ওই বই ঘিরেই ফের শোরগোল শুরু হয়েছে। ওই বইতে যেমন হেমা মালিনীর জীবনের বেশ কিছু অংশ উঠে এসেছে, তেমনি ধর্মেন্দ্রকে ভালবেসে জিতেন্দ্রর সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। তেমনি সানি দেওল-এর প্রসঙ্গও এসেছে উঠে।
সৎ ছেলে সানি দেওলের বিষয় নিয়ে হেমা জানিয়েছেন, সানি এবং ববি দেওলের বিষয় সেখানে উঠে এসছে, কারণ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাঁরা। শুধু তাই নয়, দুর্ঘটনায় আহত হলে, সেখানে তাঁর খোঁজ নিতে যান সানি। ফলে, সানি দেওলের ওই ভূমিকায় তিনি খুশি। অর্থাত, ধর্মেন্দ্রর সঙ্গে গাটছড়া বেঁধে সানি দেওল ও ববি দেওলকে আপন করে নিয়েছেন বলেই জানিয়েছেন হেমা মালিনী।
এদিকে সম্প্রতি লন্ডনে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে দেখা যায় সানি দেওলকে। কোনও এক সময়ের বান্ধবী ডিম্পলের সঙ্গে সানির ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ডিম্পল কন্যা টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারকেও নেটিজেনদের এক্নাগ্শের কটাক্ষের মুখে পড়তে হয়।