সালমান শাহ’র মা ও ভাইয়ের বিরুদ্ধে সামিরার মায়ের মামলা
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী ও ছোট ভাই শাহরানের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন সামিরার মা লতিফা হক লিও। গেল ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি- মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা নম্বর ১২-২০১৭।
মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমানের মামা আলমগীর কুমকুমকেও।
এদিকে এ মামলার শুনানি হবে আগামী ৩০ অক্টোবর। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।