সানি লিওনের সঙ্গে পুরো একদিন ডেটিংয়ের সুযোগ
সানি লিওনের নাম শুনলেই তরুণদের মনের মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করে। আর যদি আসে সানি লিওনের সঙ্গে ডেটিংয়ের সুযোগ তাহলে তো কথাই নেই। ভারতীয় পুরুষদের জন্য এমনই এক সুযোগ হাতছানি দিচ্ছে।
আর তাদের কাছে আশীর্বাদ হয়ে আসল শিল্পা শেঠি ও তার স্বামী রাজকুন্দ্রের পরিচালিত শেঠি ফাউন্ডেশন। পুরুষের স্বপ্নের তারকা সানি লিওনের সাথে ডেটিংয়ের সুযোগ করে দিতে যাচ্ছে তারকা জুটির এ ফাউন্ডেশনটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শেঠি ফাউন্ডেশনটি মূলত ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি তার তহবিল গঠনের উদ্দেশ্যে তাদের ওয়েবসাইটে একটি নিলাম করার সিদ্ধান্ত নেয়। নিলামে বিজয়ীর জন্য থাকছে সানি লিওনের সঙ্গে পুরো একদিন সময় কাটানোর সুযোগ। নিয়ম অনুযায়ী নিলামের সর্বোচ্চ দর হাঁকানো ব্যক্তি পাবেন এ সুযোগ।
এদিকে এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে সানি লিওন খুব খুশি। তিনি জানান, সমাজের কল্যাণে তারকাখ্যাতি কাজে লাগলে তারকা হিসেবে এটা ভিন্ন অনুভূতি এনে দেয়।