177105

সাইফ নয়, কারিনার সঙ্গে সম্পর্ক ছিল কমল রশিদ খানের?

 

কারিনা কাপুরের সঙ্গে নাকি সম্পর্ক ছিল তাঁর। তাও আবার দীর্ঘ ৪ বছর ধরে। সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করে এমনই দাবি করেন কমল রশিদ খান।
তিনি দাবি করেন, সাইফ আলি খানের সঙ্গে বিয়ের আগে কারিনার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন কেআরকে। তারপর একটানা ৪ বছর ধরে সেই সম্পর্কে ছিলেন তিনি। অবাক লাগছে শুনতে?

অবাক লাগলে ঘটনাটা শুনতে হবে আপনাকে। ২০১৪ সাল থেকে কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের মধ্যে সম্পর্ক নিয়ে বিবাদ চলছে। হৃতিক তাঁকে ‘ব্যবহার’ করেছেন, তাঁর ‘সুযোগ’ নিয়েছেন, তাঁর ‘নগ্ন ছবি প্রকাশ’ করেছেন বলে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কঙ্গনা এবং তাঁর দিদি রাঙ্গলি।

অন্যদিকে হৃতিক পাল্টা দাবি করেছেন, তাঁর সঙ্গে কঙ্গনার বন্ধুত্ব ছিল। একসঙ্গে অভিনয় করতে গিয়ে যতটা বন্ধুত্বের প্রয়োজন, কঙ্গনার সঙ্গে সেই সম্পর্কই ছিল বলে দাবি করেছেন হৃতিক। এমনকী, হৃতিক এবং কঙ্গনার একটি ‘ঘনিষ্ঠ’ ছবি প্রকাশ করেছেন কঙ্গনার বোন রাঙ্গলি।

সেখানে তিনি প্রশ্ন করেন, হৃতিকের সঙ্গে কঙ্গনার যদি সম্পর্ক না-ই থাকবে, তাহলে এই ছবি এল কোথা থাকে? আর রাঙ্গলির ওই প্রশ্নেরই পর তাঁর বিরুদ্ধে তোপ দাগেন কেআরকে। কারিনার সঙ্গে ছবি পোস্ট করে, তিনি দাবি করেন, বেবোর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কঙ্গনা এবং হৃতিকের কথা ছোড়াছুড়ির মাঝে রাকেশ রোশন পুত্রকে সমর্থন করতে গিয়েই কেআরকে ওই কাজ করেছেন বলে দাবি বি টাউনের একাংশের।

যদিও বিষয়টি নিয়ে কোনোরকম মন্তব্য করেননি কারিনা কাপুর খান। সূত্র: ইন্টারনেট থেকে

ad

পাঠকের মতামত