177196

বিয়ে হয়েছে এক মাস, নববধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম বৃষ্টি খাতুন (১৮)। মঙ্গলবার সকালে উপজেলার মনিগ্রাম এলাকা থেকে বৃষ্টির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহত বৃষ্টি খাতুনের স্বামী মাহাবুরকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয়রা জানান, এক মাস আগে মনিগ্রাম এলাকার নবির উদ্দিনের ছেলে মাহাবুর রহমানের (২৬) সাথে পাশের চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের হামিদুর রহমানের মেয়ে বৃষ্টি খাতুনের বিয়ে হয়।

নিহত বৃষ্টির বোন দোলেনা খাতুন অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে তার বোন শ্বশুর বাড়িতে কষ্টে ছিল। তাকে বাবার বাড়ির লোকজনের সাথে ঠিকমতো যোগাযোগ করতে দিতেন না মাহাবুর।

এদিকে মাহাবুর দাবি করেছেন, এ অভিযোগ সঠিক নয়। তার স্ত্রী অন্য একটি যুবকের সাথে মোবাইলে কথা বলত। বিষয়টি জানার পর সে গোপনে স্ত্রীর মোবাইলের কল রেকর্ড চালু করে রাখে। এ বিষয় নিয়ে সোমবার রাতে বৃষ্টি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। ভোরে সবার অগোচরে বৃষ্টি খাতুন শোবার ঘরে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ জানান, বিষয়টি রহস্যজনক। তবে ময়নাতদন্তের পর বিষয়টি হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে জানা যাবে।

ad

পাঠকের মতামত