177249

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটের কাণ্ড

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় বাসা থেকে ডেকে নিয়ে চাপাতি দিয়ে এক কলেজছাত্রীকে কুপিয়েছে এক বখাটে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কেন্দুয়া পারভিন সিরাজ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল আক্তারকে বাসা থেকে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে বখাটে ইমন।

কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সহন সরকার জানান, জান্নাতুল আক্তার কিশোরগঞ্জ জেলার ইটনা এলাকার আব্দুল লতিফের মেয়ে। এই ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বখাটে ইমন কেন্দুয়ার মোজাফ্ফরপুর ইউনিয়নের মৃত মহর উদ্দিনের ছেলে।

কেন্দুয়া পারভিন সিরাজ মহিলা কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম বলেন, যেহেতু ঘটনাটি কলেজের বাইরে তাই আমি শুনিনি। আমি খোঁজ নিচ্ছি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বলেন, ঘটনার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ

ad

পাঠকের মতামত