চটেছেন শাকিব খান ভূয়া সংবাদে
ঢালিউড সুপারস্টার শাকিব খান চটেছেন! সম্প্রতি এই অভিনেতাকে নিয়ে বেশকিছু অনলাইন মিডিয়াতে খবর প্রকাশ হয়েছে ‘ঢাকায় ফিরে নতুন দুটি ছবিতে অভিনয় করবেন শাকিব খান’। এ খবর শুনে বিস্ময় প্রকাশ করে এ প্রতিবেদককে মুঠোফোনে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে হায়দরাবাদ থেকে শাকিব খান বলেন, এটা একদম ভূয়া খবর। আমার নতুন ছবির খবর অথচ আমি নিজেই জানি না। আসলে যে দুটি ছবির কথা বলা হয়েছে এই ছবি করার মতো শিডিউল এখন আমার নেই।
তিনি এও বলেন, আমার মন্তব্য ছাড়া খবর প্রকাশ করে অযথাই আমাকে এবং অন্য প্রযোজকদের বিভ্রান্ত করছে।
শুনেছি আপনার বিপরীতে নতুন দুই নায়িকার অভিষেক হতে যাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে শাকিব খান হেসে বলেন, আমিও এই খবরটি শুনেছি। কিন্তু আমি নিজেও জানি না কে আমার বিপরীতে নায়িকা হচ্ছেন? এই খবরগুলো আমাকে দারুণভাবে বিব্রত করে। আসলে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, সেখানে অনেকেই অামার সঙ্গে ছবি তুলে। আবার সেই ছবি দেখি নিউজে। বিষয়টি একেবারেই হাস্যকর!
সাংবাদিকদের প্রতি আাহবান জানিয়ে শাকিব খান বলেন, আমাকে নিয়ে মনগড়া খবর প্রকাশ থেকে বিরত থাকবেন।
বর্তমানে শাকিব খান হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘চালবাজ’ ছবির শুটিং করছেন। এই ছবিতে তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন ও জয়দীপ মুখার্জি।