‘সন্তান’দের নিয়ে ছবি পোষ্ট করলেন অভিনেত্রী মিমি!
সম্প্রতি দুই সন্তানকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করলেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবতী। কথাটা কেমন জানি লাগলো তার দর্শকের কাছে, তাইতো? হ্যাঁ সত্যি মিমির পোষ্য তার কাছে তার সন্তানের মতই। সে পোষ্যদের অনেক ভালোবাসে। তাদের সাথেই ছবি তুলেই আপলোড করেছেন সে।
ছবি আপলোড করার পাশাপাশি দর্শকের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন তিনি। বার্তাটির আসলে সামনে দিওয়ালিকে ঘিরে।
এ বিষয়ে তিনি বলেন, ‘বন্ধুরা আজ আমি এসেছি তোমাদের একটি স্পেশাল মেসেজ দেব বলে। দিওয়ালি খুব কাছেই। এটি নিয়ে আগেরবারও আমি একটা ক্যাম্পেইনিং করেছিলাম, ‘অ্যানিম্যাল ফ্রেন্ডলি দিওয়ালি’ এবং ‘সাউন্ড ফ্রি দিওয়ালি’ এ বিষয়ে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছিলে।
মিমি আরো বলেন, ‘এইবার এই ক্যাম্পেইন শুধু আমি করবো না। আমি চাই তোমাদেরও যাদের পোষা প্রাণী আছে বা অ্যানিম্যালদের কষ্ট হলে নিজেদেরও কষ্ট হয়। মূলত যারা পোষা প্রাণীদের ভালোবাসো। তারা আমাকে ভিডিও পাঠাও। সবচেয়ে ভালো পাঁচটি ভিডিও আমি পোষ্ট করবো।’
সূত্র- আনন্দবাজার পত্রিকা