শাকিব-অপুর ‘মা’ আর হবে না
কালাম কায়সার পরিচালিত ‘মা’ ছবিটির শুটিং আটকে আছে প্রায় বছর দেড়েক হয়েছে। বেশ কয়েকবার নতুন করে শুরু করার ঘোষণা দিয়েও পারেননি পরিচালক। তবে এবার পরিচালক বলছেন আর হবে না ছবিটি।
‘মা’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
কালাম কায়সার বলেন, “শাকিব-অপু তাদের নিজেদের ঝামেলায় ‘মা’কে একেবারে শেষ করে দিয়েছে। আর ইচ্ছে নেই ছবিটি করার। প্রযোজকও মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি এখন আর ‘মা’-এর জন্য টাকা দিতে নারাজ।”
তিনি আরও বলেন, ‘‘আমিও বিশ্রামে চলে গিয়েছি। মগবাজারে একটি অফিস নিয়েছি। দিনের বেশির ভাগ সময়ই সেখানে কাটায়। আমারও আর ভালো লাগছে না। বলতে পারেন আমি ক্লান্ত। কারণ ভালো কিছু করতে গিয়ে যদি সেটা না হয়, মন ভেঙে যাওয়াটা স্বাভাবিক।”
উল্লেখ্য, শাকিব খান এখন ভারতের হায়দারাবাদে যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে অপু সম্প্রতি শেষ করেছেন ‘পাঙ্কু জামাই’-এর শুটিং।