পরকীয়া প্রেমিকের সহায়তার বিধবাকে ধর্ষণ করলো সোনাখাড়া আ’লীগ নেতা
সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপনের বিরুদ্ধে আমিনা খাতুন নামে এক গৃহকর্মীকে ধর্ষণ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গৃহকর্মী আমিনা খাতুন বাদী হয়ে ৩জনকে আসামী করে রবিবার (১৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাসাইল গ্রামের মরহুম আনোয়ার হোসেনের স্ত্রী আমিনা খাতুন (৩০)। স্বামী মারা যাওয়ার পর আমিনা খাতুন দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার বাড়ীতে গৃহকর্মীর কাজ করতেন।
কিছুদিন আগে এমপি হজ্বপালনের জন্য মক্কায় যান। এ সময় গৃহকর্মী আমিনা খাতুনের সাথে বাসাইল গ্রামের সোলেমান হোসেনের পুত্র ফরিদুল ইসলাম (৩৩) এর সাথে পরকীয়া প্রেম হয় এবং এক পর্যায়ে উভয়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।
এছাড়াও আমিনার কাছ থেকে তার পরকীয়া প্রেমিক ফরিদুল ৪০ হাজার টাকা ধার হিসেবে নেন। সেই ধারকৃত টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে আমিনাকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদুল তাঁর নিজ বাড়ীতে নিয়ে আসেন। এ সময় সোনাখাড়া ইউপি চেয়ারম্যান রিপন ও মকবুল হোসেন গৃহকর্মীকে জোড়পুর্বক ধর্ষণ করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে স্থানীয়রা বিচারের আশ্বাস দিয়ে নানা তালবাহানা শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মুরুব্বীরা ব্যর্থ হন।
অবশেষে নিরুপায় হয়ে গৃহকর্মী আমিনা খাতুন বাদী হয়ে রবিবার (১৫ অক্টোবর) সকালে ৩জনকে আসামী করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।
সূত্র:বিডি২৪লাইভ