অপত্তিকর অবস্থায় বেগম রোকেয়া বিশ্ববিধ্যালয়ে ১২ ছেলে মেয়ে আটক
বিশ্ববিদ্যালয়কেই যৌনতার আখরা বানিয়ে নিয়েছিল ছেলে মেয়েরা। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে পুলিশের হাতে।
এই কান্ড ঘটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। রবিবার সন্ধ্যায় বহিরাগত ১২জন ছেলে মেয়েকে আপত্তিকর অবস্থায় আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিউর রহমান বলেন, গত কয়েকদিন থেকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলগুলোতে অপ্রীতিকর ঘটনার গুঞ্জন
উঠলে আমরা তা এড়াতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেই। অভিযানের প্রথমদিনেই বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে হাতে-নাতে ধরে ফেলি। এছাড়াও নিয়মিত অভিযান চলবে এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলবো।