176892

সালমানের বন্ধু জেসিয়ার চরিত্র কেমন জাতি জানতে চায়ঃ এভ্রিল

জান্নাতুল নাঈম এভ্রিলকে প্রথমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে বিজয়ী ঘোষণা করলেও পরবর্তীতে তার বিয়ে হয়েছিল এই তথ্য ফাঁস হওয়ার পর আয়োজক কমিটি তথ্য গোপনের অভিযোগ এনে এভ্রিলের বিজয় বাতিল ঘোষণা করে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নতুন বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় জেসিয়া ইসলামকে। তবে এবার জেসিয়া ইসলামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে সালমান মুক্তাদিরের উদ্দেশে সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এভ্রিল।

ভিউয়ার্সদের জন্য সালমান মুক্তাদিরের উদ্দেশে এভ্রিলের ছোঁড়া সেই প্রশ্ন তুলে ধরা হল-

তিনি নিজের ফেসবুক পেইজ থেকে জেসিয়া ইসলামের তোলা কিছু অশ্লীল ছবি দিয়ে লিখেছেন, ‘এই ছবি আমি দিতাম না, কিন্তু সালমান ভাই অনেক কিছু বলেছে। এবার ওর বন্ধু কেমন জাতি জানতে চায়?’ তবে এ বিষয়ে এভ্রিলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায় নি।

সূত্র: ডেইলি মিরর ২৪

ad

পাঠকের মতামত