যে প্রক্রিয়ায় কখনোই হারাবে না ফোন নম্বর
মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা সিম কার্ডটি নষ্ট হলে মোবাইলের সব নম্বরই হারিয়ে যাবে। এজন্য আপনি নম্বরগুলো স্মার্টফোন থেকেই জিমেইলের কন্টাক্ট-এ সংরক্ষণ করতে পারেন।
আপনার স্মার্ট ফোনের কন্টাক্ট লিস্টে গিয়ে মোর অপশনে ক্লিক করুন। এর পর সেখান থেকে এক্সপোর্ট/ ইমপোর্টে ক্লিক করুন। সেখানে আপনা জিমেইলের অ্যাড্রেস এর একটি অপশন পাবেন এবং এটাতে ক্লিক করুন।
এখন আপনার নম্বরগুলো কপি করে জিমেইলে সংরক্ষণ করুন। এখন থেকে নতুন নম্বর জিমেইলেই সংরক্ষণ করুন।