176826

যে কারণে নিজের মেয়েকে খুন করলেন মা-বাবা

লাশের ঘাড়ে ও গলায় দাগ দেখে সন্দেহ হয় তদন্তকারী কর্মকর্তাদের। পরে পরিবারের লোকেদের জেরা করে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য।জেরার মুখে ভেঙে পড়েন বাবা-মা। আর তাতেই সামনে এল কলকাতার মাদুরাইয়ের দশম শ্রেণির ছাত্রীর মৃত্যুর আসল কারণ। আত্মহত্যা বদলে গেল খুনে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মাদুরাইয়ের কিলাভানেরি গ্রামের ঘটনা। গত ৭ ডিসেম্বর অস্বাভাবিক মৃত্যু হয় বছর ষোলোর এক কিশোরীর।

মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, দশম শ্রেশির পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে সে। কিন্তু, মাদুরাইয়ের সরকারি হাসপাতালে ময়নাতদন্তের পর সামনে আসে আসল ঘটনা।

জানা যায়, বিষক্রিয়ায় নয়, শ্বাসরোধের ফলে মেয়েটির মৃত্যু হয়েছে। এরপরই মেয়েটির বাবা-মা পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেন।

জেরার মুখে নিহতের বাবা-মা জানান, গ্রামের বহু ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাদের মেয়ে। এতে পরিবারের বদনাম হচ্ছিল। অনেক বুঝিয়েও ফল হয়নি। তাই পরিবারের সম্মান বাঁচাতেই মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেন তারা।

এরপরই নিহতের বাবা-মাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত অভিযুক্তদের ১৪ দিনের রিমান্ডের নির্দেশ দেন।

ad

পাঠকের মতামত