176922

মিয়ানমার প্রতিদিন ১শ’ জন রোহিঙ্গা ফেরত নেবে, তবে…

সরকারের রেকর্ডের সঙ্গে তথ্য মিললে প্রতিদিন ১শ’ জন করে রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফেরত নেয়া হবে বলে জানিয়েছেন মিয়ানমারের পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আয়ই।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে উইন মিয়াত আয়ই এ তথ্য জানান।

আল জাজিরা জানায়: রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মিয়ানমারের পুনর্বাসনমন্ত্রী চলতি মাসের শেষের দিকে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন।বাংলাদেশে এসে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করবেন।

উইন মিয়াত আয়ই বলেন: আমরা বৈধ রোহিঙ্গাদের সনাক্ত করতে এবং তাদের বাড়িতে ফিরিয়ে নিতে কাজ করছি।পরিচয় মিললে প্রতিদিন কমপক্ষে ১শ’ জন করে রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন: যাদের ফিরিয়ে আনা হবে, তারা যদি ঘরবাড়ি হারিয়ে থাকে তবে আমরা নতুন করে তৈরি করে দেবো। ততদিন তারা অস্থায়ী ক্যাম্পে থাকবে। চ্যানেল আই অনলাইন

ad

পাঠকের মতামত