176938

ব্যাংককের মসজিদে অনন্ত জলিল (ভিডিও)

অনন্ত-বর্ষা জুটির কথা কারো অজানা নয়। তারা জুটিবদ্ধ হয়ে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। আর সেই জুটি বাস্তব জীবনেও পরিণত হয়েছে। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি দাম্পত্যের জুটি বেঁধেছেন বর্ষার সঙ্গে। তাদের ছয় বছরের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান, নাম আরিজ। আর বর্তমানে তার স্ত্রী বর্ষা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।

সেই জন্য ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি আছেন বর্ষা। আর বর্তমানে অনন্ত জলিলও অবস্থান করছেন ব্যাংককে। অনন্ত জলিল লাইফস্টাইল পরিবর্তন করে হয়েছেন ধার্মিক। সেই তথ্যও এখন কারো অজানা নয়। ধর্ম প্রচারের কাজেও তিনি বিভিন্ন স্থানে যান। যাওয়ার আগে ও পরে নিজ ফেসবুক পেজে নিজের ভক্তদের প্রতি জানিয়ে যান যে তিনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন।

তেমনি এক ভিডিও বার্তায় সবাইকে সালাম দিয়ে বলেন, ‘আমি এখন ব্যাংককে। জুম্মার নামাজ আদায় করলাম। আমার এই ভিডিও বার্তা দেওয়ার কারণ হচ্ছে, ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়া এবং সবাইকে নামাজ পড়ার আহবান জানানো। আমরা বেশির ভাগ সময়ই থাইল্যান্ডে ঘুরতে আসি এবং এখানেও অনেকে কর্মরত আছি। যাই হোক না কেন, আমরা কাজকে বলব নামাজ আছে, কিন্তু কখনও নামাজকে বলব না কাজ আছে। আর জুম্মার নামাজ তো অবশ্যই পড়তে হবে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, পেশাগত জীবনে অনন্ত জলিল একজন ব্যবসায়ী। চলচ্চিত্র থেকে বিদায় নিলেও ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।

ব্যাংককে জুম্মার নামাজ শেষে ভিডিতে যা বললেন অনন্ত জলিল।

ad

পাঠকের মতামত