176811

দুই বউ নিয়ে বিপাকে মোশাররফ করিম!

গ্রামের সহজ সরল ছেলে হেলাল। পরিবারের পছন্দেই বিয়ে করেন। কিন্তু বিয়ের বছরখানে পরই কথা ওঠে বউ নিয়ে। কারণ বউয়ের সন্তান হয় না। তাই মায়ের মর্জি রাখতেই আবার বিয়ে করেন হেলাল। হেলালের দ্বিতীয় বউয়ের কি সন্তান হবে? আর না হলেই বা কী করবে হেলাল?

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শুকনো পাতার নূপুর’। শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় এতে হেলাল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার দুই বউয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও মন্দিরা চক্রবর্তীকে। তবে নাটকের নাম আপাতত শুকনো পাতার নূপুর হলেও এ নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গ্রামীণ পটভূমিতে নির্মিত নাকটির গল্প দারুণ। এতে সামাজিক অনেক কুসংস্কার সুন্দর করেই তুলে ধরা হয়েছে। যা আমাদের সমাজে এখনও বিদ্যমান। এছাড়াও নাটকটিতে ছোট ছোট অনেক বিষয় পাবেন যা দর্শকদের পূর্ণ বিনোদন দেবে। শাহাদাজা মামুনের প্রতি আমার অন্যরকম আস্থা রয়েছে। সে ভালো কিছুই বানাচ্ছে।’

ঊর্মিলা বলেন, ‘এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং করেছি। এতে আমি মোশাররফ ভাইয়ের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক ইমোশনাল। অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

মন্দিরা বলেন, ‘দারুণ লাগছে মোশাররফ ভাইয়ের ছোট বউয়ের চরিত্রে এ নাটকে অভিনয় করতে পারছি বলে। নির্মাতাকে ধন্যবাদ এমন একটি চরিত্রে আমাকে সুযোগ দেয়ার জন্য।’

এতে আরও অভিনয় করেছেন- মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহিদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্য নাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিকটি শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ad

পাঠকের মতামত